Viral Video

প্রধান অতিথির চেয়ারে কে বসবেন? বিজেপির অনুষ্ঠানে চুলোচুলি দুই নেতার, ‘যুদ্ধে’ যোগ দিলেন কর্মীরাও

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। উত্তরপ্রদেশে বিজেপির সরকার গঠনের আট বছর পূর্তি উপলক্ষে মোরাদাবাদের ছাজালাট ব্লকে একটি অনুষ্ঠানের আয়োজন করেন দলীয় নেতা-কর্মীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ১২:৩৫
Share:
Brawl between two BJP Leaders over chief guest chair in Uttar Pradesh’s Moradabad

ছবি: এক্স থেকে নেওয়া।

রাজ্যে আট বছর পূর্ণ করেছে সরকার। উত্তরপ্রদেশের মোরাদাবাদের ছাজালাট ব্লকে তারই আনন্দে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বিজেপির নেতা-কর্মীরা। কিন্তু সরকার গঠনের সেই বর্ষপূর্তি অনুষ্ঠান পরিণত হল রণক্ষেত্রে। জনসমক্ষে সম্মুখসমরে জড়ালেন এক প্রাক্তন বিধায়ক এবং ব্লক সভাপতি। দুই নেতাকে লড়তে দেখে হাতাহাতি শুরু করে দেন তাঁদের সমর্থকেরাও। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সেই ভিডিয়োকে কেন্দ্র করে ব্যাপক হইচইও পড়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। উত্তরপ্রদেশে বিজেপির সরকার গঠনের আট বছর পূর্তি উপলক্ষে মোরাদাবাদের ছাজালাট ব্লকে একটি অনুষ্ঠানের আয়োজন করেন দলীয় নেতা-কর্মীরা। সেখানে অন্য নেতাদের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন বিধায়ক রাজেশ কুমার সিংহ ওরফে চুন্নু এবং ব্লক সভাপতি রাজপাল সিংহ। প্রধান অতিথির চেয়ারে কে বসবেন, তা নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা শুরু করেন তাঁরা। এ নিয়ে উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় হঠাৎই হাতাহাতি শুরু করে দেন দু’জনে। একে অপরকে চড় মারেন। চুলের মুঠিও টেনে ধরেন একে অপরের। এমনকি, একে অন্যের দিকে জলের বোতল এবং চেয়ার ছুড়েও মারেন। তা দেখে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। মারামারিতে জড়িয়ে পড়েন দুই নেতার সমর্থকেরাও। একে অপরকে লক্ষ্য করে কিল, চড়়, লাথি, ঘুষি মারতে থাকেন তাঁরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি ‘সচিন গুপ্ত’ নামে এক্স হ্যান্ডল থেকে বৃহস্পতিবার পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। লাইক-কমেন্টের ঝ়ড় বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের একাংশ মজার মজার মন্তব্য করলেও অনেকে ওই ঘটনার নিন্দা করেছেন। একটি সর্বভারতীয় দলের অনুষ্ঠানে দলীয় নেতাদের একে অপরকে মারধর কি শোভনীয়, প্রশ্ন তুলেছেন অনেকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement