News Of The Day

মায়ানমারে কেমন চলছে উদ্ধারকাজ। বাংলাদেশে চিন্ময়কৃষ্ণ জামিন পাবেন কি। আইপিএলে লখনউ-পঞ্জাব। আর কী

শুক্রবার মায়ানমারে যে ভূমিকম্প হয়েছিল, রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৭.৭। উৎসস্থল ছিল মায়ানমারের মান্দালয় শহরের কাছে। এটি মায়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর এবং সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এখানেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৫ ০৮:৩৬
Share:

—ফাইল চিত্র।

মায়ানমারের ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে, নিখোঁজ অনেকে, কেমন চলছে উদ্ধারকাজ

Advertisement

মায়ানমারের ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়ে গিয়েছে। এখনও চলছে উদ্ধারকাজ। ধ্বংসস্তূপের নীচে এখনও অনেকের চাপা পড়ে থাকার সম্ভাবনা রয়েছে। তবে সময় যত এগোচ্ছে, তত তাঁদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হতে শুরু করেছে। শুক্রবার মায়ানমারে যে ভূমিকম্প হয়েছিল, রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৭.৭। উৎসস্থল ছিল মায়ানমারের মান্দালয় শহরের কাছে। এটি মায়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর এবং সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এখানেই। ভারতের বিপর্যয় মোকাবিলা বাহিনীও উদ্ধারকাজে হাত লাগিয়েছে। ভূমিকম্পে ধ্বস্ত মায়ানমারে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে সে দেশের জুন্টা সরকার। আজ সেখানকার উদ্ধারকার্যের দিকে নজর থাকবে।

বাংলাদেশে চিন্ময়কৃষ্ণের জামিন সংক্রান্ত মামলার শুনানি হবে কি

Advertisement

রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিন মামলার রুল সংক্রান্ত শুনানি হতে পারে আজ। বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এপ্রিলের শুরুতে বাংলাদেশ হাই কোর্ট খুললে সংশ্লিষ্ট মামলাটি উঠতে পারে এজলাসে। এর আগে গত ১৯ মার্চ এই সংক্রান্ত নির্দেশ দেয় বিচারপতি মহম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি মহম্মদ আলি রেজার ডিভিশন বেঞ্চ। আজ এই খবরে নজর থাকবে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আইপিএলে গোয়েন‌্কার লখনউয়ের সামনে পঞ্জাব

আইপিএলে আজ লখনউ বনাম পঞ্জাব ম্যাচ। সঞ্জীব গেয়েন‌্কার লখনউয়ের এটি তৃতীয় ম্যাচ। প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হারার পর দ্বিতীয় ম্যাচে শক্তিশালী সানরাইজার্স হায়দরাবাদকে ৫ উইকেটে উড়িয়ে দিয়েছে লখনউ। অন্য দিকে পঞ্জাবের এটি দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে তারা হারিয়েছে গুজরাত টাইটান্সকে। আজ লখনউয়ে খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

ইংলিশ প্রিমিয়ার লিগে তিন ম্যাচ, খেলবে আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ তিনটি ম্যাচ। রয়েছে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের খেলা। তাদের সামনে ফুলহ্যাম। ২৯ ম্যাচে ৫৮ পয়েন্টে রয়েছে আর্সেনাল। সমসংখ্যক ম্যাচে ৭০ পয়েন্ট পেয়ে ধরা-ছোঁয়ার বাইরে লিভারপুল। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ১৩ নম্বরে। তাদের ২৯ ম্যাচে ৩৭ পয়েন্ট। শেষ চার ম্যাচে অপরাজিত ম্যাঞ্চেস্টার। আজ তাদের খেলতে হবে নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে। ২৯ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে নটিংহ্যাম তিন নম্বরে। আর্সেনালের ম্যাচ রাত ১২:১৫ থেকে। ম্যাঞ্চেস্টারের খেলা রাত ১২:৩০ থেকে। এ ছাড়া রাত ১২:১৫ থেকে রয়েছে উলভস-ওয়েস্টহ্যাম খেলা। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

মূলত শুষ্ক আকাশ, চলতি সপ্তাহে বৃষ্টিরও সম্ভাবনা

আজ তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। আকাশ মূলত শুষ্কই থাকবে। তবে চলতি সপ্তাহেই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে বৃষ্টি শুরু হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায়। শুক্রবার বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement