Viral Video

হঠাৎ ‘যুদ্ধবিরতি চুক্তি’, সাপ এবং বিড়ালের লড়াই চলতে চলতে ঘটল অবিশ্বাস্য ঘটনা! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তা পার করার চেষ্টা করছে একটি বিষধর সাপ। আর তা নজরে পড়তে দৌড়ে আসে একটি বিড়াল। হাত দিয়ে বার বার সাপটিকে বাধা দেয়। বেশ কয়েক বার এই কাণ্ড হওয়ার পর বিরক্ত হয়ে যায় সাপটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৫ ০৮:০৩
Share:
Video of fight between cat and snake goes viral

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

নিশ্চিন্তে রাস্তা পার করছিল সাপ! কিন্তু তা পছন্দ হল না একটি বিড়ালের। সাপটিকে বার বার টেনেহিঁচড়ে নাস্তানাবুদ করল মার্জার মহাশয়। বেশ কয়েক বার সাপের রাস্তা আটকানোর পর থেমেও গেল। তবে তার পর যা হল তা দেখে বিশ্বাস করতে পারছেন না নেটাগরিকেরা। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমেভাইরাল হয়েছে ভিডিয়োটি (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তা পার করার চেষ্টা করছে একটি বিষধর সাপ। আর তা নজরে পড়তেই দৌড়ে আসে একটি বিড়াল। থাবা দিয়ে বার বার সাপটিকে বাধা দেয়। বেশ কয়েক বার এই কাণ্ড হওয়ার পর বিরক্ত হয়ে যায় সাপটি। তেড়়ে যায় বিড়ালের দিকে। ‘যুদ্ধ’ শুরু হয় তাদের মধ্যে। তবে দু’জনেই পিছিয়ে গিয়ে একে অপরের হাত থেকে নিজেদের রক্ষা করে। এর পর মরিয়া হয়ে সাপটি আবার এক বার রাস্তা পার হওয়ার চেষ্টা করে। সফলও হয়। বিড়ালটিও আর কিছু করে না। রাস্তার উপরেই বসে পড়ে চুপ করে। কিন্তু কিছু ক্ষণ পরেই আবার ফিরে আসে সাপটি। বিড়ালের থেকে কিছুটা দূরে ফণা তুলে সে-ও বসে পড়ে। একে অপরের মুখোমুখি বসে বিশ্রাম নিতে থাকে যেন। স্থানীয় একটি বাড়ি থেকে পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করা হয়। সেই ভিডিয়োই প্রকাশ্যে আসে।

ভাইরাল ভিডিয়োটি ‘নোট্টাট নাইট’ নামে রেডিট হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। হাজার হাজার লাইক পড়েছে। ভিডিয়োটি দেখার পর মজার মন্তব্য করতে ছাড়েননি নেটাগরিকেরা। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এ কেমন যুদ্ধ! বিশ্বাসই করতে পারছি না। লড়াই করতে করতে দু’জনেই বিশ্রাম নিচ্ছে। ওদের মধ্যে কি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে?’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement