প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: সুব্রত
পুরনো বছরের সঙ্গেই কি বিদায় জানাবে শীতও? আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগর হয়ে যে বাতাস রাজ্যে প্রবেশ করছে, সেখানে জলীয় বাষ্পের পরিমাণ তুলনায় বেশি। অন্য দিকে উত্তর-পশ্চিমের শুষ্ক হাওয়া তুলনায় দুর্বল। যার ফলেই নাকি স্বাভাবিকের তুলনায় ‘উষ্ণ’ রাজ্যের আবহাওয়া। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা অন্তত ২ থেকে ৩ ডিগ্রি বেশি। বড়দিনে যেমন কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রির কাছাকাছি। স্বাভাবিক ক্ষেত্রে যা ১৪ ডিগ্রির কাছাকাছি থাকে। পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস হাওয়া অফিসের। উত্তরবঙ্গেও কোনও রকম বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়বে তাপমাত্রাও।