বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ। গ্রিনল্যান্ড সরাসরি ডেনমার্ক সরকারের অধীন। বাসিন্দারা ডেনমার্কের নাগরিক। তবে স্বশাসনের অধিকার ভোগ করেন। ম্যানহাট্নের নির্মাণ ব্যবসায়ী বরফে ঢাকা এই গ্রিনল্যান্ডকেই আমেরিকার অন্তর্ভূক্ত করতে চাইছেন। অবশ্য এই প্রথমবার নয়। গ্রিনল্যান্ডকে নিজেদের আওতার আনার ‘আমেরিকান ড্রিম’ বেশ পুরনো। পরিকল্পনা ছিল ২০১৬ সাল থেকে। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ ধরা পড়ে। বরফে ঢাকা দ্বীপে অবতরণ করে নীল রঙের ট্রাম্প লেখা পেল্লায় বিমান। সওয়ারির নাম ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। গ্রিনল্যান্ডকে মহান বানিয়ে ফানুস ওড়ানোর শুরুটাও সেই সময়।