26/11 Mumbai Attack

হাতে পায়ে ধরেও পার পেল না পাক জঙ্গি, মুম্বই হামলার চক্রীকে ভারতের হাতে তুলে দেবে আমেরিকা

তাহা‌উর হুসেইন রানার প্রত্যার্পণের সিদ্ধান্তে সিলমোহর আমেরিকার সুপ্রিম কোর্টে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১৭:৫৮
Share:
Advertisement

২৬/১১ মুম্বই হামলায় দোষী সাব্যস্ত প্রবাসী পাক জঙ্গি তাহা‌উর হুসেইন রানা। আমেরিকার জেলে বন্দি। রানাকে এ’বার ভারতের হাতে তুলে দেবে আমেরিকা। শনিবার তাহাউরকে প্রত্যর্পণের সিদ্ধান্তে সিলমোহর দেয় মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট।

২০০৮ সালের নভেম্বর। সন্ত্রাসবাদী হামলায় কেঁপে ওঠে মুম্বই। ভিলে পার্লে, ওয়াদি বুন্দের, মেট্রো সিনেমা, কামা হাসপাতাল, ট্রাইড্যান্ট হোটেল, লিওপোল ক্যাফে, ছত্রপতি শিবাজি টার্মিনাস, বদরুদ্দিন তৈয়বজি লেন, তাজ হোটেল এবং চাবাদ হাউস। ২৬ থেকে ২৮ নভেম্বরের মধ্যে মোট দশ জায়গায় হামলা। মৃত্যু হয় ১৬৬ জনের। এই গণহত্যায় সামনে থেকে নেতৃত্ব দেয় আজমল কসাভ-সহ দশ সন্ত্রাসী। যাদের পরিচালনা করেছে লস্কর-এ -তইবার মাথা হাফিজ় সঈদ, কমান্ডার জাকিউর রহমান লকভি, ইন্ডিয়ান মুজাহিদিন সদস্য আবু জুন্দল ওরফে সইদ জাবিউদ্দিন আনসারি এবং আমেরিকার কুখ্যাত সন্ত্রাসী ডেভিড কোলম্যান হেডলি। নথি জাল করে ডেভিডকে ভারতে আসার ট্যুরিস্ট ভিসা পাইয়ে দেয় তাহা‌উর হুসেইন রানা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement