প্রেসিডেন্ট পদে দায়িত্ব নিয়েই ট্রাম্পের সেনা অভিযানের হুঁশিয়ারি শোনা গিয়েছে। আমেরিকার প্রেসিডেন্টের নিশানায় পানামা প্রশাসন। ট্রাম্পের বক্তব্য, পানামা খালকে এখন চিন নিয়ন্ত্রণ করছে। আমেরিকা চিনকে খাল হস্তান্তর করেনি। ১৯৯৯ সালে পানামাকে করেছিল। তাই এ বার পানামা খালকে ফেরত নেবে ট্রাম্প প্রশাসন।
কিন্তু পানামায় সেনা অভিযান কি আদৌ সম্ভব? যুদ্ধবিরোধী ট্রাম্পের গলায় কেন সেনা অভিযানের হুঁশিয়ারি? চিন কি সত্যিই পানামা খালকে নিয়ন্ত্রণ করে থাকে?