প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ: শুভদীপ, সম্পাদনা: বিজন
ঘূর্ণিঝড় মোকা থেকে আপাতত নিস্তার পেল পশ্চিমবঙ্গ। বঙ্গোপসাগরে জন্ম নেওয়া প্রবল ঘূর্ণিঝড় আছড়ে পড়ল বাংলাদেশের সমুদ্র সৈকতে। কক্সবাজার সংলগ্ন এলাকায় ঘণ্টায় ২০০ কিলোমিটার গতিতে হাওয়ার সঙ্গে মোকার ‘ল্যান্ডফল’। প্রবল ঝড়বৃষ্টি মায়ানমারেও। ‘মোকার প্রভাবে বাংলায় আবহাওয়াগত তেমন কোনও পরিবর্তন হবে না’, মিলল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। মোটের উপর শুষ্ক আবহাওয়া, ছিটেফোঁটা বৃষ্টিও নেই। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের মতে, আগামী মঙ্গলবার থেকে রাজ্যের পশ্চিমি জেলা যেমন— বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমানে বাড়বে গরম। তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিরও উপরে। ঝড়ের পরিসমাপ্তির পর উত্তর এবং দক্ষিণ, দুই বঙ্গেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।