প্রতিবেদন: প্রিয়ঙ্কর, সম্পাদনা: সুব্রত
‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে বিতর্ক দেশ জুড়ে। অনেকেই বলছেন, ‘অসত্য’ প্রোপাগান্ডার জন্য তৈরি এই ছবি। কাকে বলে প্রোপাগান্ডা ছবি? ভারতে প্রোপাগান্ডা ছবির ইতিহাস কী রকম? পুরনো সরকারি উদ্যোগে তৈরি প্রোপাগান্ডা ছবির সঙ্গে আজকের ‘উরি’, ‘কাশ্মীর ফাইলস’ বা ‘দ্য কেরালা ফাইলস’-এর তফাত কোথায়? ঋত্বিক-মৃণালের ছবিকে কি প্রোপাগান্ডা ছবি বলে চিহ্নিত করা যায়? আলোচনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজ় বিভাগের অধ্যাপক, চলচ্চিত্র নির্মাতা ও গবেষক মৈনাক বিশ্বাস।