প্রতিবেদন ও চিত্রগ্রহণ: তীর্থঙ্কর, সম্পাদনা: বিজন
কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ‘বঞ্চনা’র প্রতিবাদে, ২৭ দফা দাবি নিয়ে বাম সমর্থিত সরকারি কর্মীদের সংগঠন ১২ জুলাই কমিটি শুক্রবার বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু হওয়ার কথা থাকলেও পুলিশ প্রথমে মিছিল এগোতে দিতে অস্বীকার করে। পরবর্তী সময়ে, মিছিলের নেতৃত্বের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে কলকাতা পুরনিগম পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হয়। শেষে এলিট সিনেমা হলের সামনে পুলিশ মিছিল আটকে দিলে সেখানেই পথসভা করেন আন্দোলনকারীরা। মিছিলে উপস্থিত ছিলেন বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য ও শ্রমিক নেতা অনাদি সাহু। শুক্রবারের কর্মসূচিতে রাজ্য সরকারি কর্মীরাও ছিলেন পশ্চিমবঙ্গে কর্মরত কেন্দ্রীয় সরকারের কর্মীরা। তাঁদের দাবি, বর্ধিত হারে ডিএ বকেয়া রয়েছে তাঁদেরও। রাজ্য সরকারের কর্মীদের পাশে দাঁড়াতে আগামী ২১ ফেব্রুয়ারি কর্মবিরতি পালন করতে পারেন তাঁরাও।