সর্বোচ্চ সাজা না যাবজ্জীবন? ফাঁসি না সংশোধনের সুযোগ? সোমবার ২টো ৪৫ মিনিটে আরজি কর মামলায় দোষী সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস। এ দিন আদালত কক্ষে দোষীর ভাষ্য শুনতে চান বিচারক। নিজেকে নির্দোষ প্রমাণ করতে শনিবারের মতো সোমবারও রুদ্রাক্ষের যুক্তি দেয় সঞ্চয়। একই সঙ্গে প্রশ্ন তোলে সিবিআইয়ের তদন্ত নিয়েও। ফাঁসি ছাড়া যে কোনও সাজার আর্জি জানিয়েছেন সঞ্জয় রায়ের আইনজীবীও। অন্যদিকে আরজি করের ঘটনায় সর্বোচ্চ সাজার দাবি করেছে সিবিআইয়ের আইনজীবী। সওয়াল জবাব শেষে এজলাস খালি করার নির্দেশ দিয়েছেন বিচারক। ২ টো ৪৫ মিনিটে ঘোষণা হবে সঞ্জয়ের সাজা।