DA

অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান, মহার্ঘ ভাতার আন্দোলনে যাদবপুরের শিক্ষক-শিক্ষিকারা

কেন্দ্রীয় সরকারের হারে মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলনে রাজ্যের সরকারি কর্মীরা। শুক্রবার একই দাবিতে বিক্ষোভ দেখালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও।

প্রতিবেদন ও চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর, সম্পাদনা: অলোক

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ২০:২৮
Share:
Advertisement

গত বছর শিক্ষক দিবসের দিন মহার্ঘ ভাতার দাবিতে প্রতিবাদ কর্মসূচি নিয়েছিলেন যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। ইতিমধ্যে রাজ্যে ডিএ-র দাবিতে আন্দোলনের তীব্রতা বেড়েছে। সংগ্রামী যৌথমঞ্চের নেতৃত্বে শহীদ মিনারের সামনে টানা বাইশ দিন অবস্থান করছেন সরকারি কর্মীদের একাংশ। আট দিন ধরে চলছে তাঁদের অনশন। আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দিয়েছেন তাঁরা। শুক্রবার বকেয়া ডিএ-র দাবিতে অরবিন্দ ভবনে অবস্থান, ক্যাম্পাসে মিছিল ও অর্ধদিবস কর্মবিরতি পালন করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। সংহতি জানালেন অন্যান্য আন্দোলনরত সরকারি কর্মীদের সঙ্গে। অবস্থান মঞ্চ থেকে যাদবপুরের শিক্ষক-শিক্ষিকাদের সংগঠন যাদবপুর ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন বা জুটা-র বার্তা, ‘মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement