২০২৪ সালের ৯ অগস্ট, আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে উদ্ধার হয়েছিল এক মহিলা চিকিৎসকের দেহ। সেই ঘটনার ৫ মাস ৯ দিন পরে ১৮ জানুয়ারি, শনিবার ধর্ষণ-খুনের মামলায় রায় ঘোষণা করা হয় শিয়ালদহের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে। ধৃত সিভিক সঞ্জয় রায়কে শনিবারই দোষী সাব্যস্ত করা হয়েছে। বিচারক তাঁকে জানিয়ে দিয়েছিলেন, তথ্যপ্রমাণের ভিত্তিতে অপরাধ প্রমাণিত। ফলে শাস্তি তাঁকে পেতেই হবে। যে যে ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তাতে সর্বোচ্চ মৃত্যুদণ্ডও হতে পারে সঞ্জয়ের, জানিয়েছেন বিচারক। আরজি কর-কাণ্ডে দোষী সঞ্জয় রায় কী শাস্তি পাবেন, সোমবার দুপুরের মধ্যেই তা পরিষ্কার হয়ে যাবে।