বাঁকুড়ার প্রশাসনিক সভা থেকে সরাসরি রাজ্য সরকারি কর্মীদের ‘ডিএ ইস্যু’ নিয়ে মুখ খুললেন মমতা। বৃহস্পতিবারের পর শুক্রবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, ‘‘আমি তো ম্যাজিশিয়ান নই, যে টাকা দাও বললেই টাকা চলে আসবে। টাকা জোগাড় করতে হয়। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার পরও আমরা ৩ শতাংশ ডিএ দিয়েছি।” একই সঙ্গে এ দিনের সভা থেকে বিজেপিকে ‘ভোটের কোকিল’ বলতেও শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর বক্তব্য, বাঁকুড়ায় দু’জন সাংসদ থাকা সত্ত্বেও বিজেপি কোনও কাজ করেনি। বাঁকুড়া থেকেও আরও একবার কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।