West Bengal SSC Scam

নিয়োগের দাবিতে আরও এক বার রাজপথে, উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীদের মিছিল শহরে

শুক্রবার শিয়ালদহ থেকে ধর্মতলার রানি রাসমনি রোড পর্যন্ত মিছিল করেন ইন্টারভিউয়ে ডাক না পাওয়া উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা।

প্রতিবেদন: তীর্থঙ্কর, সম্পাদনা: সুব্রত

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:২৭
Share:
Advertisement

মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও কোনও দিন ইন্টারভিউয়ের ডাক পাননি। নয় বছর ধরে অপেক্ষা করছেন চাকরির আশায়। দীর্ঘ দিন ধরে মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে অবস্থানে বসেছেন এই উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। নিজেদের দাবি নিয়ে বার বার পা মিলিয়েছেন মিছিলে। শুক্রবারও একটি মিছিলের আয়োজন করেন তাঁরা। শিয়ালদহ থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় রানি রাসমনি রোডে। বিভিন্ন জেলা থেকে আসা উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের পাশাপাশি মিছিলে ছিলেন তাঁদের অনেকের পরিবারের সদস্যেরাও। আন্দোলনকারীদের সঙ্গে হাঁটেন সমাজকর্মী মীরাতুন নাহার ও সিপিএম নেতা ইন্দ্রজিৎ ঘোষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement