প্রতিবেদন: তীর্থঙ্কর, সম্পাদনা: সুব্রত
মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও কোনও দিন ইন্টারভিউয়ের ডাক পাননি। নয় বছর ধরে অপেক্ষা করছেন চাকরির আশায়। দীর্ঘ দিন ধরে মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে অবস্থানে বসেছেন এই উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। নিজেদের দাবি নিয়ে বার বার পা মিলিয়েছেন মিছিলে। শুক্রবারও একটি মিছিলের আয়োজন করেন তাঁরা। শিয়ালদহ থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় রানি রাসমনি রোডে। বিভিন্ন জেলা থেকে আসা উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের পাশাপাশি মিছিলে ছিলেন তাঁদের অনেকের পরিবারের সদস্যেরাও। আন্দোলনকারীদের সঙ্গে হাঁটেন সমাজকর্মী মীরাতুন নাহার ও সিপিএম নেতা ইন্দ্রজিৎ ঘোষ।