গত কয়েক বছর ধরে সাধারণ বাজেটের সঙ্গে পেশ করা হচ্ছে রেল বাজেট। যথারীতি এ বারও পেশ হবে সাধারণ বাজেটের সঙ্গে। কিন্তু এবারের রেল বাজেট একটু আলাদা হতে পারে বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা। কারণটা অবশ্য করোনা পরিস্থিতি।
কোভিডের কারণে গত দু’বছর কার্যত বন্ধ ছিল রেল চলাচল। ফলে আয়ও কমেছে উল্লেখযোগ্য ভাবে।
এই পরিস্থিতিতে এ বারের রেল বাজেট যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আয় বাড়াতে লোকাল ট্রেনের যাত্রী ভাড়া বাড়ানো হবে কি না? প্যাসেঞ্জার ট্রেনের ভাড়ার ক্ষেত্রেও কী প্রস্তাব রাখবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন? পণ্য পরিবহণের ভাড়া বাড়বে কি না সে প্রশ্ন এ বারের রেল বাজেটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কারণ কোভিডের ধাক্কায় অর্থনীতি যখন বেহাল তখন পণ্য পরিবহণে ভাড়া বাড়ানোর মতো সাহসী পদক্ষেপ রেল করে কি না সেটাই দেখার।