Dev

চৈতন্যের চরিত্রে অভিনেতা নির্বাচন খুব কঠিন ছিল, এখনও চোখ বন্ধ করলে সকলে যীশুকে দেখেন: সৃজিত

‘ছয় বছর ধরে ছবিটার পরিকল্পনা চলছে। কাস্টিং, চিত্রনাট্য নিয়ে কাটাছেঁড়া চলেছে, বিতর্কও হয়েছে। অবশেষে ছবিটা হচ্ছে এটাই আনন্দের’, তাঁর নতুন ছবি প্রসঙ্গে বললেন সৃজিত মুখোপাধ্যায়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৫ ২১:০২
Share:
Advertisement

চৈতন্যদেবের জীবন নিয়ে বড়পর্দায় আসছে নতুন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’। দোল যাত্রার দিন সৃজিত মুখোপাধ্যায় আলাপ করালেন গোটা টিমের সঙ্গে। রানা সরকার এবং এসভিএফের যৌথ প্রযোজনায় এই ছবির প্রথম পোস্টারও প্রকাশ্যে এল এদিন। ছবিতে বড় পর্দায় ডেবিউ করবেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে। নানা বিতর্ক পেরিয়ে তাঁর ‘নটী বিনোদিনী’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আলাপ করালেন পরিচালক। গিরিশ চন্দ্র ঘোষের চরিত্রে এই ছবিতে ব্রাত্য বসু। লক্ষীপ্রিয়ার চরিত্রে দর্শনা বণিক। বিশেষ চরিত্রে দেখা যাবে সাংসদ পার্থ ভৌমিককে। এই সময়ের একটি চরিত্রে দেখা যাবে ইন্দ্রনীল সেনগপ্তকে। তাঁর সঙ্গে জুটি বাঁধছেন ইশা সাহা। বিশেষ চরিত্রে থাকবেন নীল সুজন মুখোপাধ্যায়, পার্ণো মিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement