কোভিড ১৯-এ সবচেয়ে বেশি যে ক্ষেত্রগুলি ধাক্কা খেয়েছে তার মধ্যে রয়েছে, বাড়ি, গৃহনির্মাণ এবং পরিষেবা ক্ষেত্র। মঙ্গলবার সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই ক্ষেত্রগুলিতে ফের গতি আনতে কী ঘোষণা করে তিনি তা নজরে থাকবে শিল্পমহলের।
তবে বাংলার শিল্পপতিদের প্রত্যাশা, গত দু’বছর প্যাকেজ ঘোষণা করে যে ভাবে করোনার প্রভাবে বিপর্যস্ত হওয়া শিল্পকে চাঙ্গা করতে উদ্যোগী হয়েছিলেন এ বারও বাজেটে অর্থমন্ত্রী সে রকম কিছু যেন ঘোষণা করেন।
ব্যাঙ্কিং ক্ষেত্রের দাবি, ঋণের সরকার যে ভর্তুকি দেওয়া শুরু করেছিল তা যেন সরকার আরও কয়েক মাস জারি রাখে। অন্য দিকে বাজেট নিয়ে তাঁদের ভাবনাও রেখেছেন অর্থনীতিবিদরা।