‘পরিণীত’, বেশ কিছু সপ্তাহ ধরে টেলি সিরিয়ালের দুনিয়ায় টিআরপির দৌড়ে শীর্ষে, বেঙ্গল টপার। এ বার সেখানেই মহামিলনের দোল উপলক্ষ্যে হাজির পর্ণা, রাই, ফুলকিরা। দোল এর বিশেষ পর্বে রায়ান,পারুল, শিরিনরা কী করছেন? তিন নায়িকাই বা নাচে,গানে কেমন জমালেন আসর? সব ধরা পড়ল আনন্দবাজার ডট কমের ক্যামেরায়।