চলতি কোভিড স্ফীতিতে অর্থনীতিকে চাঙ্গা করাই মোদী সরকারের কাছে এখন বড় চ্যালে়ঞ্জ। সেই চ্যালেঞ্জের মুখে দাড়িয়েই ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। পেট্রল-ডিজেল থেকে আরম্ভ করে ভোজ্য তেল— কোভিডের বছরগুলিতে সব কিছুরই দাম বেড়েছে তরতরিয়ে।
বাজেট পেশের আগে আনন্দবাজার অনলাইন কথা বলেছিল শহরের জনতার সঙ্গে। বাজেটে তাঁদের চাহিদা ও দাবিগুলি কী তা জানতে। সেই সাক্ষাৎকারে প্রায় সবারই দাবি, মূল্যবৃদ্ধিতে এ বার রাশ টানুক সরকার।
কোভিড পরিস্থিতিতে ব্যবসা কার্যত তলানিতে এসে ঠেকেছে। এই অবস্থায় সরকার করের ক্ষেত্রে আরও ছাড় দিক, এমনটাই দাবি শহরের ব্যবসায়ীদের। কাঁচামালের দাম কমাতে ব্যবস্থা নিক সরকার, এমন দাবিও তাঁদের। যুবকদের দাবি, বেকারত্ব দূর করতে বাজেটে পদক্ষেপ নিক কেন্দ্র। এ সব নিয়ে বাজেটে কী ঘোষণা করে কেন্দ্র, জানা যাবে ১ ফেব্রুয়ারি।