স্ত্রীর মুখ না দেখে রবিবার ছুটির দিন অফিসে গিয়ে কাজ করার পরামর্শ দিয়েছিলেন এলঅ্যান্ডটি-র চেয়ারম্যান এসএন সুব্রহ্মণ্যন। সপ্তাহে ৯০ দিন কাজের নিদান দিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন তিনি। এ বারে তিনিই মহিলা কর্মীদের জন্য মাসে এক দিন সবেতন ঋতুকালীন ছুটির কথা ঘোষণা করেছেন। সবেতন ঋতুকালীন ছুটি প্রয়োজন নাকি বাড়তি সুবিধা? পুরনো তর্ককে উস্কে দিয়েছে এসএন সুব্রহ্মণ্যনের বক্তব্য। যাঁদের জন্য এই ছুটির প্রসঙ্গ, তাঁরা কী বলছেন?