সম্পাদনা: সুব্রত
রাজ্যের নতুন ডিজি হলেন রাজীব কুমার। ছিয়াশি ব্যাচের আইপিএস মনোজ মালব্যের মেয়াদ শেষ হতেই ‘শূন্যস্থান’ পূরণে ‘পছন্দে’র রাজীবকে নিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৮৯’ ব্যাচের আইপিএস এখন তথ্যপ্রযুক্তি দফতরের সচিব। সারদা মামলায় সিবিআই তদন্তের সম্মুখীন হওয়া রাজীব কুমারকে ভারপ্রাপ্ত ডিজি পদে কেন নিয়ে আসা হল, এই প্রশ্ন তুলেই সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, তিনি বেশিদিন এই পদে থাকতে পারবেন না। দেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই রাজ্য পুলিশের সর্বোচ্চ পদ থেকে সরিয়ে দেওয়া হবে রাজীব কুমারকে, আত্মবিশ্বাসী শুভেন্দু। অন্যদিকে রাজীব কুমারের স্থলাভিষেককে স্বাগত জানিয়েও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের প্রতিক্রিয়া, “কারও কথায় কোনও নিরাপরাধকে বলি দেবেন না।” এই রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে ধর্মতলায় ধর্নায় বসেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থলগ্নি সংস্থার কেলেঙ্কারির তদন্তে কুণাল ঘোষকেই গারদে ভরেছিলেন রাজীব কুমার। ৩ বছরের কারাবাসের মধ্যে একবার ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টাও করেছেন কুণাল। স্বাভাবিকভাবেই রাজীব কুমারের পদোন্নতির পর কুণাল ঘোষের এই প্রতিক্রিয়া নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।