রাজ্যের নতুন মুখ্যসচিব বিপি গোপালিক, ‘দুর্নীতির শিরোমণি’, দ্বিবেদীর সমালোচনায় শুভেন্দু

হরিকৃষ্ণ দ্বিবেদীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শুভেন্দু অধিকারীর।

সম্পাদনা: সুব্রত

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৩ ১৭:০৫
Share:
Advertisement

হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ শেষ, রাজ্যের নতুন মুখ্যসচিব হচ্ছেন ভগবতী প্রসাদ গোপালিক। তবে এখনই ‘বিদায়’ জানানো হচ্ছে না আইএএস হরিকৃষ্ণ দ্বিবেদীকে। সরকারি সূত্রের খবর, অর্থমন্ত্রকের ‘উপদেষ্টা’ হিসাবে বিদায়ী মুখ্যসচিবকেই চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতীতে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কেও একই রকমভাবে উপদেষ্টা হিসাবে রেখে দিয়েছিলেন তিনি। ৩১ ডিসেম্বর মেয়াদ শেষ হচ্ছে হরিকৃষ্ণ দ্বিবেদীর। নতুন বছরেই দায়িত্বে আসবেন রাজ্যের বর্তমান স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিক। এর আগে পরিবহণ দফতর এবং প্রাণিসম্পদ বিকাশ ও প্রশাসনিক কর্মিবর্গ দফতরের অতিরিক্ত সচিব হিসাবেও কাজ করেছেন তিনি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, রাজ্য হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ বৃদ্ধির আবেদন করলেও কেন্দ্র তা খারিজ করে দিয়েছে। আরও একধাপ এগিয়ে হরিকৃষ্ণ দ্বিবেদীর তীব্র সমালোচনা করে শুভেন্দু বলেন, “একজন ডাকাত। দুর্নীতির শিরোমণি। পরিবারের লোককে সরকারি পদে বসিয়েছেন। হরিকৃষ্ণ দ্বিবেদী তিনটি সরকারি বাংলো ব্যবহার করেছেন এবং ১৬ লক্ষ টাকা ভাড়া তুলেছেন। সঠিক সময়ে তথ্য দিয়ে দেব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement