রাস্তায় নমাজ় পড়ায় নিষেধাজ্ঞা। ছাদে নমাজ় পড়ায় অশান্তির আশঙ্কা থাকলে সেই অনুমতিও বাতিল। ইদের আগে ফের একবার বিতর্কের শিরোনামে উত্তরপ্রদেশের সম্ভলের শাহি জামা মসজিদ। গত বছর নভেম্বরে হিংসার ঘটনায় মসজিদ কমিটির প্রেসিডেন্ট জাফর আলি গ্রেফতার হওয়ার পর থেকেই জটিল হচ্ছে পরিস্থিতি। শান্তি কায়েম করতে তৎপর যোগী আদিত্যনাথের প্রশাসন।