CM Mamata Banerjee

অক্সফোর্ডে এসএফআইয়ের বিক্ষোভ, মমতা বললেন, ‘বছরে দু’বার আসব, পারলে আটকে দেখান’

বিলেতে আরজি কর নিয়ে বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়, দুঃখ প্রকাশ করল অক্সফোর্ড।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ১৭:৫৬
Share:
Advertisement

অক্সফোর্ডের আমন্ত্রণে ব্রিটেন সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। কথা ছিল, কেলগ কলেজে পশ্চিমবঙ্গের ‘সামাজিক উন্নয়ন’ নিয়ে কথা বলবেন বাংলার মুখ্যমন্ত্রী। রাজ্যের নারী, শিশু এবং প্রান্তিক মানুষের কথা বলতেই বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে সপারিষদ উপস্থিত হন মমতা। শুরুটা ভাল হলেও টাটা প্রসঙ্গ উঠতেই বাঁধে গোলমাল। শুরু হয় বাগবিতণ্ডা। এমনকি আরজি কর নিয়েও বিক্ষোভের মুখে পড়তে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের ব্রিটেন শাখা স্বীকার করে নিয়েছে তারা বিক্ষোভে ছিলেন। এই ঘটনায় দুঃখপ্রকাশ করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জানিয়েছে, যারা গোলমাল করেছেন, তাঁরা পড়ুয়া কিংবা গবেষক নন, সকলেই বহিরাগত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement