বেলগাছিয়া ভাগাড় এলাকার ঝিলপাড়। প্রায় দেড় বর্গ কিলোমিটার এলাকা। বিপর্যয়ের পর বহু পাকা বাড়ি কোনওটা ভেঙে গিয়েছে, কোনওটা হেলে পড়েছে আবার কোনওটায় ফাটল ধরেছে। রাস্তা কয়েক ফুট নীচে বসে গিয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। বিপজ্জনকভাবে হেলে রয়েছে। নিরাপত্তার কারণে এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আতঙ্কিত বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে সেখানে বসে রয়েছেন। ঘটনার পর থেকে এলাকায় হাজির বিভিন্ন রাজনৈতিক দল। তবে এর দায় কে নেবে প্রশ্ন স্থানীয়দের।