Adolescence Film Review

সমাজমাধ্যম প্রভাবিত দুনিয়ায় কেমন হয় ছোটদের কিশোরযাপন? ‘অ্যাডোলেসেন্স’ তারই উত্তর

‘অ্যাডোলেসেন্স’-এর চিত্রনাট্য শুধুই একটি খুন, অপরাধ বা তদন্তে সীমাবদ্ধ থাকেনি। ১৩ বছরের এক টিনএজারের মন, তার বেড়ে ওঠা, বর্তমান সমাজ, সবেরই প্রতিফলন দেখা গিয়েছে ওটিটি প্ল্যাটফর্মের এই সিরিজ়ে।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ১৭:০২
Share:
Advertisement

‘অ্যাডোলেসেন্স’, ওটিটিতে নতুন ওয়েব সিরিজ়। মুক্তির পর থেকেই ট্রেন্ডিং। আলোচনার কেন্দ্রে। সহপাঠীকে খুনের মামলায় গ্রেফতার হয় বছর তেরোর এক কিশোর। এই ঘটনাকে কেন্দ্র করে এগোয় সিরিজ়ের চিত্রনাট্য। কাহিনি এগোয় আর মানসিক সমস্যা, অভিভাবকত্বের মতো বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলে দেয়। চার পর্বের কাহিনি। কোনও দৃশ্যে ভিডিয়ো কাট নেই। একটানা শুট করা হয়েছে এক একটি এপিসোড। সিরিজ়টি দেখে মুগ্ধ অনুরাগ কাশ্যপ থেকে শুরু করে কর্ণ জোহর, এবং আলিয়া ভট্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement