‘অ্যাডোলেসেন্স’, ওটিটিতে নতুন ওয়েব সিরিজ়। মুক্তির পর থেকেই ট্রেন্ডিং। আলোচনার কেন্দ্রে। সহপাঠীকে খুনের মামলায় গ্রেফতার হয় বছর তেরোর এক কিশোর। এই ঘটনাকে কেন্দ্র করে এগোয় সিরিজ়ের চিত্রনাট্য। কাহিনি এগোয় আর মানসিক সমস্যা, অভিভাবকত্বের মতো বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলে দেয়। চার পর্বের কাহিনি। কোনও দৃশ্যে ভিডিয়ো কাট নেই। একটানা শুট করা হয়েছে এক একটি এপিসোড। সিরিজ়টি দেখে মুগ্ধ অনুরাগ কাশ্যপ থেকে শুরু করে কর্ণ জোহর, এবং আলিয়া ভট্ট।