কোটি কোটি টাকা প্রতারণা ও ব্যবসায়িক কারবারে বিশ্বাসভঙ্গের অভিযোগ দায়ের হয় ঝাড়খণ্ডে। তার ভিত্তিতে তদন্তে নামে ভিন্ রাজ্যের পুলিশ। কিন্তু মাস চারেক ধরে বাঙালি ব্যবসায়ীকে নাগালে পাননি তদন্তকারীরা। রবিবার প্রতারণায় সেই অভিযুক্ত ব্যবসায়ীকে বাঁকুড়া থেকে গ্রেফতার করল ঝাড়খণ্ডের পুলিশ।
পুলিশ সূত্রে খবর, অনেক দিন ধরেই ভবানী মুখোপাধ্যায় নামে পুরুলিয়ার ওই ব্যবসায়ীর মোবাইল ফোনের টাওয়ার লোকেশানে নজর রাখা হচ্ছিল। সেই মতোই ফাঁদ পাতা হয়। নড়াচড়া দেখেই পিছু ধাওয়া করে বাঁকুড়া শহরের অদূরে ভবানীর গাড়ি আটকায় ঝাড়খণ্ডের বোকারো জেলার চাস থানার পুলিশ। ব্যবসায়ীকে গ্রেফতার করে রবিবার দুপুরে তাঁকে বাঁকুড়া জেলা আদালতে হাজির করানো হয়। সেখান থেকে ভবানীকে ট্রানজিট রিমান্ডে ঝাড়খণ্ডে নিয়ে যায় পুলিশ।