প্রতিবেদন: সুব্রত ও প্রিয়ঙ্কর, সম্পাদনা: শুভাশিস
কলকাতাকে এক সময় বলা হত ভারতের ফুটবল রাজধানী। রঙীন জার্সি গায়ে এখনও ভোরের ময়দান দাপান এক ঝাঁক কিশোর আর তরুণ। তেকাঠি আর চামড়ার বল ঘিরেই তাঁদের স্বপ্ন। প্রতি চার বছর অন্তর ব্রাজ়িল, আর্জেন্টিনা, জার্মানি অথবা পর্তুগালের হয়ে গলা ফাটানো এই সব উঠতি খেলোয়াড় আর ফুটবল পাগল কলকাতাবাসী কী ভাবেন বিশ্বমঞ্চে নিজের দেশের অনুপস্থিতি নিয়ে? ভারত কবে জায়গা করে নেবে বিশ্বকাপের মূল পর্বের প্রতিযোগিতায়? কলকাতা ময়দান থেকে সরাসরি প্রতিক্রিয়া আনন্দবাজার অনলাইনে।