প্রতিবেদন: সুবর্ণা , চিত্রগ্রহণ ও সম্পাদনা: ঋতুরাজ
সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে সম্পর্কের ধরণ। বাঙালি জীবনে এসেছে ডেটিং অ্যাপ। এর পাশাপাশি, দৈনন্দিন সংবাদ শিরোনামে বার বার উঠে আসছে সম্পর্কে হিংসা, নির্যাতনের ঘটনা। দমবন্ধ করা যৌথ যাপন ছেড়ে বেরিয়ে আসতে পারছেন না অনেকে। ভয়, লোকে কী বলবে! অথবা, অনেক ক্ষেত্রে কোন আচরণ আসলে নির্যাতনের সামিল তা বুঝেই উঠতে পারছেন না। কী ভাবে সাবধান হবেন? বেরিয়ে আসার রাস্তা কী? নিজেকে ভাল রাখবেন কী করে? এ সব সমস্যা নিয়ে আনন্দবাজার অনলাইনের মুখোমুখি মনোবিদ চন্দনা বক্সী।