প্রতিবেদন: প্রচেতা এবং সৌরভ, সম্পাদনা: বিজন
উত্তর ২৪ পরগণার অশোকনগর। বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই অশোকনগরেরই একটি ছোট্ট গ্রাম ভুরকুণ্ডা। আর এই ভুরকুণ্ডা গ্রামই এখন সংবাদ শিরোনামে। সৌজন্যে পঞ্চায়েত ভোট। নির্বাচনের ফল ঘোষণার দিন থেকেই শিরানোমে ভুরকুণ্ডা। হার হজম হবে না, তাই নাকি গণনা কেন্দ্রেই ব্যালট চিবিয়েছেন প্রার্থী! তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে সিপিএম প্রার্থীর এই অভিযোগ টেলিভিশনের পর্দায় আসার পর থেকেই গোটা রাজ্য জুড়ে হৈ হৈ কাণ্ড। রঙ্গ, রসিকতা থেকে ব্যাঙ্গ— ফেসবুক মিমে মিমে ছয়লাপ। আর এতেই তিতিবিরক্ত ভুরকুণ্ডা। সিপিএম প্রার্থীর অভিযোগ, ‘তিনি নির্বাচিতই’, কিন্তু তৃণমূলের নোংরামির কারণেই জয়ী হতে পারলেন না। শাসকদলের কেউ কেউ বলছেন, এই ঘটনা ‘লজ্জার’। দল রেয়াত করবে না। এক কথায় দ্বিধাবিভক্ত ভরকুণ্ডা। এখন প্রশ্ন, তাহলে কি অভিযুক্তের শাস্তিই হবে? নাকি ফের প্রার্থী হয়ে নির্বাচনে ফিরবেন মহাদেব মাটি?