WB Panchayat Polls 2023

আমার সাদা মনে কাদা নেই, আমি বিশাল সাহসী, ওপেন ঘুরে বেড়াচ্ছি: মহাদেব মাটি

‘‘ব্যালট পেপার খাওয়ার ঘটনা অপপ্রচার, পুনর্নির্বাচনে তৃণমূল তিনগুণ বেশি ভোটে জিতবে”, আশাবাদী ভুরকুণ্ডার বিতর্কিত তৃণমূল নেতা মহাদেব মাটি।

প্রতিবেদন: প্রচেতা ও সৌরভ

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৩ ১৫:০৯
Share:
Advertisement

গণনার দিন ব্যালট পেপার চিবিয়ে খেয়েছেন! অশোকনগরের ভুরকুণ্ডা গ্রামের ৩১ নম্বর বুথের তৃণমূল প্রার্থী মহাদেব মাটির বিরুদ্ধে সরাসরি অভিযোগ সিপিআইএম প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদারের। এমন অপ্রত্যাশিত ঘটনার কথা সংবাদমাধ্যমে আসতেই শুরু হয় শোরগোল। ব্যালটের ‘মিম’-এ ছেয়ে যায় সমাজমাধ্যম। ‘ভাইরাল’ হয়ে যান উত্তর ২৪ পরগণার ছোট্ট গ্রাম ভুরকুণ্ডার বাসিন্দা মহাদেব মাটি। এরই মধ্যে সংশ্লিষ্ট বুথে ফের নির্বাচনের কথা জানায় রাজ্য নির্বাচন কমিশন। পুনর্নিবাচনের আগে সেই বিতর্কিত নেতা মহাদেব মাটিকে খুঁজতে ভুরকুণ্ডা গ্রামে আনন্দবাজার অনলাইন। দীর্ঘ অপেক্ষা। বাড়িতে নয়, ‘মহাদেব দর্শন’ হল অশোকনগরের শহিদ সদনে। একান্ত সাক্ষাৎকারে কী বললেন রাতারাতি খ্যাতনামী হয়ে যাওয়া তৃণমূল প্রার্থী মহাদেব মাটি?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement