৯২ শতাংশ ঘর ধুলো হয়ে গিয়েছে। ইজ়রায়েলি বোমায় গুঁড়িয়ে গিয়েছে ৮৮ শতাংশ স্কুল-বিশ্ববিদ্যালয়। ২৩ লক্ষ বাসিন্দার ১৯ লক্ষই ঘরছাড়া। যুদ্ধ বিরতি টেনেছে ইজ়রায়েল, হামাস দু’পক্ষই। গাজ়ার জীবন কি আদৌ স্বাভাবিক হবে?