দ্বিতীয় বারের জন্য আমেরিকার মসনদে ট্রাম্প। আর শপথ নিয়েই একের পর এক সিদ্ধান্তে ঝ়ড় তুলছেন। ওয়াশিংটন ডিসি ছাড়িয়ে যে ঝড়ের অভিঘাত এসে লাগল কয়েক হাজার কিলোমিটার দূরের বেজিং, নয়াদিল্লি, টোকিয়োতে। কাঁপুনি শুরু হয়েছে আমেরিকার অন্দরেও। সব মিলিয়ে প্রথম দিন আগামী দিনের টুকরো ছবিই দেখিয়ে গেলেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট।