প্রতিবেদন: প্রচেতা ও সৌরভ
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোট এবং ভোট নিয়ে বিতর্ক— চলছেই। রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট শেষ হয়েছে ঠিকই, কিন্তু তা এখনও পর্যন্ত অসম্পূর্ণই। গণনা শেষে ফলপ্রকাশের পরও রাজ্যের একাধিক জেলার একাধিক বুথে আবারও পুনর্নির্বাচনের কথা ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। ফের ভোট হবে উত্তর ২৪ পরগণার অশোকনগরের ভুরকুণ্ডা গ্রামে। বিরোধীদের অভিযোগ, হার হজম করতে না পেরে গণনার দিন ব্যালট চিবিয়ে নিয়েছেন তৃণমূল প্রার্থী। আর এই অভিযোগের ভিত্তিতেই এখানে দ্বিতীয়বার ভোট হবে। যা নিয়ে একেবারেই খুশি নন সিপিএম প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদার। তাঁর বক্তব্য, মহাদেব মাটির ব্যালট চিবানোর ঘটনা তো সিসিটিভিতেই রয়েছে। রবীন্দ্রনাথবাবুর প্রশ্ন, রাজ্য নির্বাচন কমিশন কেন সেই ফুটেজ প্রকাশ্যে আনছে না। তৃণমূল প্রার্থী মহাদেব মাটি আবারও অপ্রত্যাশিত কিছু ঘটাতে পারেন বলে আশঙ্কিত রবীন্দ্রনাথ মজুমদার।