সঞ্জয় মঞ্জরেকর। ফাইল ছবি
খারাপ আলোর জন্য খেলা মাঝপথে বন্ধ হয়ে যাওয়া। বাইশ গজের যুদ্ধে বিশেষ করে টেস্ট ম্যাচে এমন ছবি প্রায়ই দেখা যায়। আম্পায়ার লাইট মিটার দিয়ে মাঝে মাঝেই পরীক্ষা করেন। পাশাপাশি ব্যাটিং বা বোলিং দলের অনিহার জন্যও খেলা রুখে দিতে হয়। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপে বারবার এমন ঘটনা ঘটেছে। আর তাই এ বার খারাপ আলোর মাপকাঠি নিয়ে প্রশ্ন তুলে দিলেন সঞ্জয় মঞ্জরেকর। তাঁর মতে এই ব্যাপারটা আরও স্বচ্ছ হওয়া উচিত।
একটি বেসরকারি চ্যানেলে এই বিষয়ে আলোচনা করতে গিয়ে মঞ্জরেকর বলেন, “খারাপ আলোর জন্য খেলা বন্ধ করে দেওয়ার নিয়ম আরও স্বচ্ছ হওয়া উচিত। আমার মতো অনেকের কাছেই বিষয়টা পরিষ্কার নয়। আমার ধারণা একাধিক আন্তর্জাতিক মানের ক্রিকেটারও এই নিয়ম সম্পর্কে পুরোপুরি জানেন না।” এরপরেই তিনি যোগ করেছেন, “আলো কমে গেলে ব্যাটসম্যানদের অসুবিধা হয়। এমন অবস্থায় লাল বল দেখা আরও কঠিন। তাই খারাপ আলোর জন্য খেলা বন্ধ করে দেওয়ার নিয়মকে আরও ভাল ভাবে সবার সামনে তুলে ধরা উচিত।”