Usain Bolt

যমজ সন্তানের বাবা হলেন বোল্ট, নামকরণ ভাইরাল হয়ে গেল নেটমাধ্যমে

রবিবার তাঁর স্ত্রী কাসি বেনেট নেটমাধ্যমে ছবি পোস্ট করেছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ জুন ২০২১ ১৩:০৯
Share:

স্ত্রী, সন্তানদের নিয়ে বোল্ট। ছবি ইনস্টাগ্রাম

যমজ সন্তানের বাবা হলেন উসেইন বোল্ট। রবিবার তাঁর স্ত্রী কাসি বেনেট নেটমাধ্যমে ছবি পোস্ট করেছেন। তাঁর সন্তানদের নাম ভাইরাল হয়ে গিয়েছে নেটমাধ্যমে। বোল্ট তাঁর দুই যমজ সন্তানের নাম রেখেছেন ‘থান্ডার বোল্ট’ এবং ‘সেন্ট লিয়ো বোল্ট’। ছবিতে রয়েছে বোল্ট দম্পতির প্রথম সন্তান অলিম্পিয়া লাইটনিং বোল্টও।

Advertisement

পিতৃদিবস উপলক্ষে কাসি এই ছবি পোস্ট করে বোল্টের উদ্দেশে লিখেছেন, ‘তুমিই এই পরিবারের মূল স্তম্ভ। আমাদের সন্তানদের কাছে সব থেকে সেরা বাবা। আমরা প্রত্যেকে তোমায় ভালবাসি’।

ইংরেজিতে থান্ডারের অর্থ মেঘের গর্জন এবং লাইটনিংয়ের অর্থ বজ্রপাত। বোল্টের সন্তানদের এরকম নাম দেখে মজা পেয়েছেন তাঁর অনুরাগীরা। একজন লিখেছেন, ‘লাইটনিং এবং থান্ডার একসঙ্গে? মনে হচ্ছে বড়সড় একটা ঝড় আসতে চলেছে?’ আর একজন লিখেছেন, ‘তোমার নাম বোল্ট এবং তুমি বিশ্বের দ্রুততম মানব। তোমার সন্তানদেরই তো এরকম নাম সাজে’।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement