বিবেকের নিশানায় জসলিন। ছবি: সংগৃহীত।
মুম্বই শহরে পর পর তিন দিন অনুষ্ঠান করেছে ব্রিটিশ রক ব্যান্ড ‘কোল্ডপ্লে’। এই অনুষ্ঠানের জন্য প্রায় এক বছর আগে থেকে হাপিত্যেশ করে বসেছিলেন অনুরাগীরা। অনুষ্ঠানের টিকিট পেতে এক প্রকার হিমশিম খেতে হয়েছে তাঁদের। তাই ‘কোল্ডপ্লে’র অনুষ্ঠানের উদ্বোধনেও বিশেষ চমক থাকবে, আশা ছিল অনুরাগীদের। এমন বিশ্বমানের ব্যান্ডের অনুষ্ঠানের সূচনায় মঞ্চ কাঁপানোর মতো পারদর্শী কোনও শিল্পী থাকবেন, এমনই আশা ছিল। মুম্বইয়ের অনুষ্ঠানের সূচনা হয় জসলিন রয়্যালের গানে।
একাধিক বলিউড ছবিতে জসলিনের জনপ্রিয় গান রয়েছে। স্বতন্ত্র গায়িকা হিসাবেও তিনি পরিচিত। কিন্তু মঞ্চে ওঠার পরে এ কী অবস্থা গায়িকার? প্রশ্ন শ্রোতাদের। গানের সঠিক সুর ও তালের বিষয়ে নেহাতই আনাড়ি তিনি। একের পর এক কটাক্ষ ধেয়ে এসেছে তাঁর দিকে। পরিচালক বিবেক অগ্নিহোত্রীও বাক্যবাণে বিদ্ধ করলেন তাঁকে। অনুষ্ঠানের কয়েক জন শ্রোতার কথায়, “জসলিনের গান এতই বেসুরো যে সহ্য করা যায় না।”
বিবেক সমাজমাধ্যমে একহাত নিয়েছেন জসলিনকে। অনুষ্ঠানে উপস্থিত শ্রোতারাও জসলিনের চেয়ে সুরে গাইতে পারেন বলে মত পরিচালকের। তাঁর কথায়, “অটোটিউনের সাহায্যে ইনস্টাগ্রাম খ্যাত এই ধরনের সঙ্গীতশিল্পীদের চেয়ে শ্রোতারা অনেক বেশি সুরেলা। শুধু ভাবুন, ইনস্টাগ্রামে ওর ফলোয়ার না থাকলে, পাড়ার অনুষ্ঠানেও গান গাওয়ার সুযোগ পেত? আজকাল তো প্রতিভার থেকে কার ক’জন ফলোয়ার, সেটাই বেশি গুরুত্বপূর্ণ।”
তবে এখনও কটাক্ষের কোনও প্রতিক্রিয়া দেননি জসলিন। সুরের অভাব থাকলেও, সেই অনুষ্ঠান থেকে দেদার ছবি ও ভিডিয়ো ভাগ করে নিচ্ছেন তিনি। কয়েক জন নেটাগরিকের দাবি, উপস্থিত শ্রোতারা কণ্ঠ মেলাচ্ছেন বলে কিছুটা মুখরক্ষা হয়েছে গায়িকার। জানা গিয়েছে, অহমদাবাদেও গান গেয়ে ‘কোল্ডপ্লে’র অনুষ্ঠানের সূচনা করবেন জসলিন রয়্যাল।