wrestling

Sushil Kumar: তিহাড় জেলেই অলিম্পিক্স দেখবেন বলে টিভি চেয়ে বসলেন কুস্তিগীর সুশীল

৪ মে সাগর রানাকে হত্যা করার অপরাধে সামনে আসে সুশীলের নাম।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২১ ১৯:৩৮
Share:

সুশীল কুমার। —ফাইল চিত্র

তিনি খুনের মামলায় অভিযুক্ত। তিনিই আবার অলিম্পিক্সে ভারতের হয়ে একাধিক পদকজয়ী। তিহাড় জেলে বন্দি সেই কুস্তিগীর সুশীল কুমার এ বার জেলে টিভি চাইলেন। সামনেই অলিম্পিক্স। সেখানে কুস্তির খেলা দেখার জন্যই টিভি চেয়েছেন তিনি।

Advertisement

সুশীল ছাড়াও তাঁর বেশ কিছু সঙ্গীকেও গ্রেফতার করা হয়েছে। তিহাড় জেলের অধিকর্তাকে চিঠি দিয়ে টিভি চেয়েছেন তিনি। সেই সঙ্গে অলিম্পিক্সে কুস্তির লড়াইয়ের সব রকম খবর পাওয়ার সুযোগ করে দেওয়ার কথা বলেছেন তিনি।

৪ মে সাগর রানাকে হত্যা করার অপরাধে সামনে আসে সুশীলের নাম। তাঁকে গ্রেফতার করে আপাতত তিহাড় জেলে রাখা হয়েছে। ৯ জুলাই অবধি তাঁকে বন্দি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সুশীলের বিরুদ্ধে খুন, অপহরণের অভিযোগ আনা হয়েছে।

Advertisement

অলিম্পিক্সে ভারতের হয়ে একাধিক পদকজয়ী সুশীল কুমার। —ফাইল চিত্র

সুশীলের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর পালিয়ে যান তিনি। তাঁকে ধরে দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করে দিল্লি পুলিশ। শেষ পর্যন্ত দিল্লি থেকেই ধরা পড়েন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement