কপিল দেব। —ফাইল চিত্র
শুভমন গিলের চোট ভারতীয় টেস্ট দলে ফেরার সুযোগ এনে দিতে পারে পৃথ্বী শ-কে। তবে প্রাথমিক দলে না থাকা এমন কাউকে ডাকার প্রবল বিরোধী কপিল দেব। ভারতের প্রাক্তন অধিনায়কের মতে দলে থাকা ক্রিকেটারদের কাছে এটা অপমান।
পায়ের হাড়ে চোট পান শুভমন। তার পর থেকেই শোনা যাচ্ছে শ্রীলঙ্কা সফরে যাওয়া পৃথ্বী শ-কে ডেকে পাঠাতে পারেন বিরাট কোহলীরা। ভারতীয় দলে ওপেনার হিসেবে রয়েছেন রোহিত শর্মা, ময়াঙ্ক আগরওয়াল এবং লোকেশ রাহুল। রাহুল টেস্টে সেই ভাবে ওপেন না করলেও একদিনের ক্রিকেটে করেছেন। রিজার্ভ দলে রয়েছেন বাংলার অভিমন্যু ইশ্বরনও। এমন পরিস্থিতিতে আরও এক জন ওপেনারকে ডেকে পাঠানোতেই আপত্তি কপিলের।
ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, “আমার মনে হয় না এটার কোনও প্রয়োজন রয়েছে। নির্বাচকদেরও কিছু সম্মান দেওয়া উচিত। তারা একটা দল বেছে দিয়েছে। সেটা নিশ্চয়ই বিরাট কোহলী এবং রবি শাস্ত্রীর সঙ্গে কথা না বলে করেনি। দলে ময়াঙ্ক এবং রাহুলের মতো দুই জন ওপেনার রয়েছে। আরও একজনকে চাই! এটা ঠিক নয়।”
—ফাইল চিত্র
ক্ষিপ্ত কপিল বলেন, “এই পরিকল্পনার সঙ্গে আমি এক মত নই। যারা দলে রয়েছে সেই সব ক্রিকেটারকেও অপমান করা এটা।”
তবে পৃথ্বী শ-কে সত্যিই ইংল্যান্ডে নিয়ে যাওয়া হবে কি না তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর অনুযায়ী তাঁকে ডেকে পাঠানো হতে পারে।