Sania Mirza

Wimbledon 2021: উইম্বলডনে আশা জাগাচ্ছে সানিয়া-বোপান্না জুটি, তৃতীয় পর্বে তাঁরা

অবাছাই সানিয়া-বোপান্না জুটি যেন চমক দেখাচ্ছেন ঘাসের কোর্টে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২১ ১৩:০১
Share:

অবাছাই সানিয়া-বোপান্না জুটি যেন চমক দেখাচ্ছেন ঘাসের কোর্টে। ছবি: এএফপি

উইম্বলডনের মিক্সড ডাবলসের তৃতীয় পর্বে সানিয়া মির্জা এবং রোহন বোপান্না জুটি। শনিবার স্ট্রেট সেটে তাঁরা উড়িয়ে দিলেন ইংরেজ জুটি এমিলি ওয়েবলে স্মিথ এবং আয়েদান ম্যাকহাফকে।

Advertisement

ভারতীয় জুটির সামনে দাঁড়াতেই পারল না ব্রিটিশ জুটি। প্রথম সেটে ৬-৩ গেমে জেতার পর দ্বিতীয় সেটে যেন দুরমুশ করে দিলেন সানিয়ারা। ৬-১ গেমে জিতে নিলেন তাঁরা।

সানিয়ার সার্ভে কিছু সমস্যা দেখা গেলেও বোপান্না দুরন্ত। শক্তিশালী সার্ভ থেকে নেট গেম, সব কিছুতেই অপ্রতিরোধ্য তিনি। তৃতীয় পর্বে তাঁদের লড়াই জন-জুলিয়েন রজার এবং আন্দ্রেজা ক্লেপাকের জুটির বিরুদ্ধে।

Advertisement

সানিয়ার সার্ভে কিছু সমস্যা দেখা গেলেও বোপান্না দুরন্ত। ছবি: টুইটার থেকে

অবাছাই সানিয়া-বোপান্না জুটি যেন চমক দেখাচ্ছেন ঘাসের কোর্টে। প্রথম পর্বে ভারতীয় জুটি অঙ্কিতা রায়না এবং রামকুমার রামানাথানকে হারিয়ে দেন তাঁরা। মেয়েদের ডাবলসে যদিও হেরে গিয়েছেন সানিয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement