Wasim Akram

Wasim Akram: গাল ভরা পাকা দাড়ি, উঠে গিয়েছে চুল, নিভৃতবাসে থেকে ‘বয়স্ক’ হলেন আক্রম

ছবি পোস্ট করে আক্রম লিখেছেন, ‘অস্ট্রেলিয়ায় ১২ দিনের নিভৃতবাস চলছে। অবশেষে রেজার খুঁজে পেয়েছি।’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২১ ১৪:০২
Share:

নতুন চেহারায় আক্রম ফেসবুক

অস্ট্রেলিয়ার স্ত্রী ও সন্তানদের সঙ্গে দেখা করতে গিয়ে ১২ দিনের নিভৃতবাস কাটাতে হল ওয়াসিম আক্রমকে। নিভৃতবাসে ১২ দিন থাকার পর গাল ভরা পাকা দাড়ি আর উঠে যাওয়া চুল দেখে আক্রমকে চেনাই দায়। তবে ছবিটি আসল নয়। এডিট করা।

Advertisement

ছবি পোস্ট করে আক্রম নেটমাধ্যমে লিখেছেন, ‘অস্ট্রেলিয়ায় ১২ দিনের নিভৃতবাস চলছে। অবশেষে রেজার খুঁজে পেয়েছি।’

করোনার কারণে নিভৃতবাসে থাকতে হচ্ছে সকলকেই। আর এর জেরে মানসিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন অনেকে। কিছু দিন আগেই নিজের টুইটারে নিভৃতবাসে ভাল থাকার উপায় বলেছিলেন পাকিস্তানের প্রাক্তন জোরে বোলার। হোটেলের ঘরে জিম করে সময় কাটানোর পাশাপাশি নিজের শরীর সতেজ রাখছেন আক্রম। সেই ভিডিয়ো দেখে মনে হচ্ছিল আরও বয়স কমে গিয়েছে তাঁর।

Advertisement

এ বার নেটমাধ্যমে তাঁর এডিট করা ছবি দেখেই চমকে গিয়েছেন অনেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement