India vs England 2021

India vs England 2021: অশ্বিন বিশ্বমানের ক্রিকেটার, তবে আমরাও তৈরি, ওভাল টেস্টের আগে জানিয়ে দিলেন রুট

লর্ডস টেস্টে ভারত জিতলেও লিডসে সমতা ফিরিয়েছে ইংল্যান্ড। তবে সেই হারের বদলা নিতে ভারত যে ঝাঁপিয়ে পড়বে তা নিয়ে নিজের দলকে সতর্ক করেছেন রুট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২১ ০৯:২২
Share:

রবিচন্দ্রন অশ্বিন টুইটার

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ টেস্ট। মনে করা হচ্ছে ওভাল টেস্টে ভারতীয় দলে জায়গা পেতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম তিনটি ম্যাচে খেলার সুযোগ না পেলেও এই অফস্পিনারকে চতুর্থ ম্যাচে খেলাতে পারেন বিরাট কোহলী। তবে তৈরি ইংল্যান্ড দলও। ইংরেজ অধিনায়ক জো রুট মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় অফস্পিনারের প্রশংসা করেন।

Advertisement

শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও অশ্বিন যে কোনও সময় ম্যাচের রং যে বদলে দিতে পারেন তা ভাল ভাবেই জানেন রুট। ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘‘ও কী করতে পারে তা আমরা সকলেই জানি। অশ্বিন বিশ্বমানের ক্রিকেটার। ও দলে ফিরলে ভারত আরও শক্তিশালী হবে। শুধু বল নয় ব্যাট হাতেও অশ্বিন কী করতে পারে তা অতীতে আমরা দেখেছি। রেকর্ড ওর হয়ে কথা বলে। তবে আমরাও তৈরি।’’

লর্ডস টেস্টে ভারত জিতলেও লিডসে সমতা ফিরিয়েছে ইংল্যান্ড। তবে সেই হারের বদলা নিতে ভারত যে ঝাঁপিয়ে পড়বে তা নিয়ে নিজের দলকে সতর্ক করেছেন রুট। তিনি বলেন, ‘‘ভারত দারুণ দল। লিডসে হারের বদলা বিরাটরা ওভালে নিতে চাইবে। সেই কারণেই এই ম্যাচ হালকা ভাবে নিলে চলবে না। আমাদের মাথায় রাখতে হবে আমরা সবে সিরিজে সমতা ফিরিয়েছি।’’

Advertisement

ওভালের উইকেটে স্পিনাররা সাহায্য পেতে পারেন। সেই কথা মাথায় রেখে দুই স্পিনার খেলাতে পারেন বিরাটরা। এটা ভাল ভাবেই জানেন রুট। জাডেজা-অশ্বিন জুটির বিরুদ্ধে খেলতে হলে ঘাবড়ে গেলে চলবে না। বলের মেধা বুঝে খেলতে হবে। এটাই এখন দলের ব্যাটসম্যানদের বোঝাচ্ছেন ইংরেজ অধিনায়ক। তিনি বলেন, ‘‘নাম দেখে ভয় পাওয়ার কিছু নেই। বল দেখে খেলতে হবে। তা হলেই সমস্যা হবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement