Virat Kohli

Virat Kohli: বিক্রি হচ্ছে কোহলীর গাড়ি, কিনতে গেল কত দাম পড়বে?

বিরাট কোহলী একটা সময়ে যে গাড়িতে চড়তেন, এখন সেই গাড়ির মালিক হতে পারেন যে কেউ। তার জন্য দরকার ১ কোটি ৩৫ লক্ষ টাকা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২১ ১৪:১৯
Share:

বহুমূল্যে কোহলীর গাড়ি। ফাইল ছবি

বিরাট কোহলী একটা সময়ে যে গাড়িতে চড়তেন, এখন সেই গাড়ির মালিক হতে পারেন যে কেউ। তার জন্য দরকার ১ কোটি ৩৫ লক্ষ টাকা। কোহলীর ল্যাম্বরঘিনি এখন কোচির একটি দোকানে বিক্রির জন্য রাখা আছে। কলকাতার রাস্তাতেও চলেছে এই গাড়ি।

Advertisement

২০১৫ সালে ল্যাম্বরঘিনির গালার্ডো স্পাইডার মডেলের গাড়িটি কিনেছিলেন কোহলী। কিছুদিনের মধ্যে তা বিক্রি করে দেন তিনি। পুদুচেরিতে নথিভুক্ত করা গাড়িটি এখন ১ কোটি ৩৫ লক্ষ টাকায় পাওয়া যাবে।

কোচির যে দোকান গাড়িটি বিক্রি করছে, তার এক কর্তা জানিয়েছেন, ‘‘গাড়িটা ২০১৩ সালের মডেল। কোহলী খুব বেশি ব্যবহার করেননি। মাত্র ১০ হাজার কিলোমিটার চলেছে। ২০২১ সালের জানুয়ারিতে আমরা এটা কলকাতার এক পুরনো গাড়ি বিক্রেতার কাছ থেকে কিনি।’’

Advertisement

কোহলীর সেই গাড়ি।

এই গাড়িটি চার সেকেন্ডে ১০০ কিলোমিটার গতিবেগ তুলতে পারে। এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৩২৪ কিলোমিটার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement