KKR

IPL 2021: কোহলী, ডিভিলিয়ার্সদের হারিয়ে হঠাৎই ভাইরাল কাইল জেমিসন

ব্যাট হাতে ৪ রান। বল হাতে ২ ওভারে ২৬ রান। তবু সবথেকে বেশি আলোচনা কাইল জেমিসনকে নিয়ে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২১ ১০:৪২
Share:

কোহলী এবং জেমিসন।

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট হাতে ১২ বলে ৪ রান করে রান আউট। তারপর বল হাতে ২ ওভারে ২৬ রান। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বোলারদের মধ্যে তিনিই সবথেকে বেশি মার খেয়েছেন। তবু সবথেকে বেশি আলোচনা কাইল জেমিসনকে নিয়ে।

Advertisement

নিউজিল্যান্ডের এই জোরে বোলারের একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে। তখন ম্যাচের দশম ওভার। ৫৩ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে আরসিবি। বিরাট কোহলী, এবি ডিভিলিয়ার্স ফিরে গিয়েছেন। হঠাৎই ক্যামেরা ঘোরে কোহলীদের ডাগ আউটের দিকে। দেখা যায়, রেফ্রিজরেটরের সামনে প্যাড পরে বসে আছেন জেমিসন। তাঁর আট নম্বরে নামার কথা ছিল। তিনি তখন দলের মহিলা ম্যাসাজ থেরাপিস্ট নবনীতা গৌতমের দিকে তাকিয়ে হাসছেন।

দলের মহিলা ম্যাসাজ থেরাপিস্ট নবনীতা গৌতমের দিকে তাকিয়ে হাসছেন জেমিসন।

এই ছবি দেখা যেতেই তা টুইটারে ভাইরাল হয়ে যায়।

Advertisement

জেমিসনদের পরের ম্যাচ শুক্রবার। ওই দিন তাঁরা নামবেন মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement