viral video

শিকারে কামড় বসাতেই মোক্ষম ঝটকা! ৮৬০ ভোল্টের বিদ্যুতে কাবু কোমোডো ড্রাগন

‘ওয়াইল্ড পোর্টাল’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে গোট ঘটনার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। একটি বড়সড় কোমো়ডো ড্রাগন ও বৈদ্যুতিক ইলের আক্রমণ এবং পাল্টা আক্রমণের দৃশ্য ফুটে উঠেছে ভাইরাল হওয়া সেই ভিডিয়োয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ০৮:০৬
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

সমুদ্রের তটে একেবারে নাগালের মধ্যেই শিকার পড়ে রয়েছে। দেখেই ধীরে ধীরে তাকে আক্রমণ করতে গেল শিকারী। জলের মধ্যে শিকারকে ভাসতে দেখে মনে হয়েছিল, বিনা যুদ্ধেই পেটপুজো সারা যাবে। কাছে গিয়ে শিকারে দাঁত বসাতেই এল ৮৬০ ভোল্টের ঝটকা। চমকে গিয়ে পিছু হটল বিশালদেহী শিকারি । ‘ওয়াইল্ড পোর্টাল’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে গোট ঘটনার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। একটি বড়সড় কোমোডো ড্রাগন ও বৈদ্যুতিক ইলের আক্রমণ এবং পাল্টা আক্রমণের দৃশ্য ফুটে উঠেছে ভাইরাল হওয়া সেই ভিডিয়োয়। ভিডিয়োটির স্থান ও কাল স্পষ্ট করে জানা যায়নি। এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

কোমোডো ড্রাগন। বিশ্বের ভীষণদর্শন সরীসৃপগুলির মধ্যে অন্যতম। লম্বায় তিন মিটারের কাছাকাছি এই সরীসৃপটির ওজন হয় প্রায় ৭০ কেজি পর্যন্ত। বিশালাকার এই দেহ নিয়ে জঙ্গলের অন্য প্রাণীদেরকে রীতিমতো দমিয়ে রাখে এরা। পাখি, স্তন্যপায়ী— সব ধরনের প্রাণীকেই নিজের খাদ্য বানিয়ে নেয় এরা। ভাইরাল হওয়া এই ভিডিয়োয় দেখা যাচ্ছে সমুদ্রতটে ঘুরে বেড়াচ্ছে সরীসৃপটি। জলের মধ্যে মৃতের মতো ভেসে থাকা একটি ইল মাছকে দেখে এগিয়ে যায় সে। সাদা চেরা জিভ বার করতে করতে এগিয়ে গিয়ে মাছটির গলায় কামড় বসাতেই ছিটকে সরে যায় কোমোডোটি।

কারণ ইলদের আক্রমণ করলেই তাদের শরীর থেকে বার হয় ৮৬০ ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ। আর তা এতটাই বিপজ্জনক যে, শক্তিশালী প্রাণীকেও কাবু করে দিতে পারে। মৃত্যু হতে পারে বড় প্রাণীরও। ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। মন্তব্যও করেছেন অনেকে। তবে বৈদ্যুতিক ইল মাছ যে এত ভয়ঙ্কর একটি প্রাণী, তা দেখে হতবাক সমাজমাধ্যম ব্যবহারকারীদের একাংশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement