খেলা দেখছেন স্কটিশ সমর্থকরা। ছবি রয়টার্স
কোভিড অতিমারির মাঝেই আয়োজিত হচ্ছে ইউরো কাপ। ইতিমধ্যেই সমর্থক এবং ফুটবলাররা অনেকে আক্রান্ত হয়েছেন।
তবে এর মাঝেই স্কটল্যান্ডে স্বাস্থ্য সংস্থা হাড়হিম করা তথ্য সামনে আনল। তাদের দাবি, অন্তত ২০০০ স্কটিশ সমর্থক কোভিড নিয়েই লন্ডনে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা দেখতে এসেছিলেন। রিপোর্ট প্রকাশের পরেই হুলস্থূল শুরু হয়ে গিয়েছে।
এঁদের মধ্যে অনেকে যেমন স্টেডিয়ামে বসে খেলা দেখেছেন, অনেকে আবার সিটি সেন্টারে গিয়েও খেলা দেখেছেন। গ্লাসগোর হ্যাম্পডেন স্টেডিয়ামেও অনেক ম্যাচ হয়েছে।
মোট ১৯৯১ জনকে চিহ্নিত করেছে স্কটল্যান্ডের জনস্বাস্থ্য সংস্থা। এর মধ্যে ১২৯৪ জন কোভিড নিয়েই লন্ডনে এসেছিলেন। ৩৯৭ জন ওয়েম্বলিতে খেলা দেখেছেন।
গ্লাসগোতে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৩৭ জন সংক্রমিত স্টেডিয়ামে বসে খেলা দেখেছেন। চেক প্রজাতন্ত্র ম্যাচে সংখ্যাটা ৩৬।
মানা হয়নি সামাজিক দূরত্ব। ছবি রয়টার্স
প্রত্যেককে চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। যদি তাঁরা হ্যাম্পডেন বা ওয়েম্বলিতে ম্যাচ দেখে থাকেন, বা গ্লাসগোর কোনও ফ্যানজোনে খেলা দেখেন বা কোনও পাব বা বাড়িতে একসঙ্গে বাকিদের সঙ্গে জড়ো হয়ে থাকেন, তাহলে তাঁদের কড়া শাস্তি দেওয়া হবে।