টোকিয়ো যাচ্ছেন দ্যুতি। ফাইল ছবি
টোকিয়ো অলিম্পিক্সের টিকিট পেয়ে গেলেন দ্যুতি চন্দ। আগামী অলিম্পিক্সে ১০০ এবং ২০০ মিটার, দুটি ইভেন্টেই লড়তে চলেছেন তিনি।
তবে দ্যুতি সরাসরি যোগ্যতা অর্জন করতে পারেননি। বিশ্ব ক্রমতালিকার কোটা মেনে তিনি জায়গা পেয়েছেন।
১০০ মিটারে ২২টি জায়গা এবং ২০০ মিটারে ১৫টি জায়গা খালি ছিল। দ্যুতির দৌড়ের সময় ভাল থাকায় দু’টি ইভেন্টেই তিনি সহজে জায়গা করে নিয়েছেন।
জাতীয় আন্তঃরাজ্য সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে চতুর্থ স্থানে শেষ করায় অলিম্পিক্সে সরাসরি যোগ্যতার সুযোগ হারান দ্যুতি। তবে গত সপ্তাহে গ্রাঁ প্রি-তে ১০০ মিটারে ১১.১৭ সেকেন্ড সময় করে নতুন জাতীয় রেকর্ড তৈরি করেন।
যোগ্যতা অর্জনে ব্যর্থ হিমা। ফাইল ছবি
তবে হিমা দাস যোগ্যতা অর্জন করতে পারলেন না। টুইট করে তাঁকে সান্ত্বনা দিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু।