জয়ের পর জোকোভিচ ছবি রয়টার্স
এক বার নয়, পাঁচ বার উইম্বলডনের সেন্টার কোর্টে পিছলে পড়ে গেলেন তিনি। তা-ও সহজেই তৃতীয় রাউন্ডে উঠে গেলেন নোভাক জোকোভিচ।
দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে ৬-৩, ৬-৩, ৬-৩ হারিয়ে দিলেন তিনি। এই নিয়ে প্রতি বার সাক্ষাতেই হারালেন অ্যান্ডারসনকে। এর মধ্যে ২০১৮-র ফাইনালও রয়েছে।
একদিন আগে কোর্টে পা পিছলে পড়ে চোট পেয়ে বিদায় নিয়েছিলেন সেরেনা উইলিয়ামস। বুধবার বার বার পিছলে পড়লেন জোকোভিচও।
এ ভাবেই কোর্টে বারবার পিছলে পড়লেন জোকোভিচ। ছবি রয়টার্স
তা সত্ত্বেও জোকোভিচকে বেগ পেতে হল না। এক বারও ব্রেক পয়েন্ট হয়নি তাঁর বিরুদ্ধে। মাত্র ছ’টি আনফোর্সড এরর করেছেন।
ম্যাচের পর বললেন, “এখানকার দর্শকদের সঙ্গে আমাদের একটা আলাদা যোগাযোগ রয়েছে। ঘাসে খেলারও আলাদা একটা অনুভূতি পাই। প্রথম দুটো ম্যাচে অবশ্য পড়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়নি।”
পুরুষ বিভাগে এগোলেন ইটালির মাতেয়ো বেরেত্তিনি। গুইডো পেয়াকে হারিয়ে দিলেন ৬-৪, ৩-৬, ৬-৪, ৬-০ গেমে।
মহিলা বিভাগে পঞ্চম বাছাই কানাডার বিয়াঙ্কা আন্দ্রেস্কুকে ৬-২, ৬-১ হারিয়ে দিলেন আলিজে কনেট।