UBKV Course

প্ল্যান্ট টিস্যু কালচার টেকনিক শিখতে চান? উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় দিচ্ছে সুযোগ

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ বিভাগের তরফে তিন মাসের একটি কোর্স করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৩
Share:

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

প্ল্যান্ট টিস্যু কালচার নিয়ে কোর্স করার সুযোগ। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ বিভাগের তরফে এই কোর্সটি করানো হবে। তিন মাসের এই কোর্সটি মাধ্যমিক উত্তীর্ণ থেকে যে কোনও বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা করতে পারবেন। তবে, আগ্রহী উচ্চশিক্ষিত এবং বিভিন্ন ক্ষেত্রে কর্মরত উদ্যোক্তারা এই কোর্সের জন্য আবেদনের সুযোগ পাবেন।

Advertisement

কোর্স সম্পূর্ণ করার পর ১০০ নম্বরের শর্ট টেস্ট, ১০০ নম্বরের প্র্যাকটিক্যাল এগজ়ামিনেশন এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা মিলিয়ে মোট ৩০০ নম্বরের পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষার ফলাফলের নিরিখে অংশগ্রহণকারীদের শংসাপত্র দেওয়া হবে।

সপ্তাহে মোট পাঁচ দিন ক্লাস করানো হবে। সোম থেকে শুক্র প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ক্লাস চলবে। অংশগ্রহণকারীদের ৯০ শতাংশ উপস্থিতির হার থাকা বাধ্যতামূলক। কোর্স ফি হিসাবে ১৫,০০০ টাকা জমা দিতে হবে।

Advertisement

আবেদনকারীদের মেধা এবং শিক্ষাগত যোগ্যতার নিরিখে সংশ্লিষ্ট কোর্সে ভর্তি নেওয়া হবে। অনলাইনে ইমেল মারফত আবেদন ২৭ ডিসেম্বর পর্যন্ত পাঠাতে পারবেন। আগ্রহীরা এই বিষয়ে আরও জানতে চাইলে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement